বাচ্চাদের জন্য সেরা ৫টি বাইক হেলমেট

বাইকের হেলমেট হল এমন একটি অংশ যা বাইক চালকদের ছোট কিংবা বড় যে কোন দূর্ঘটনা থেকে রক্ষা করে। বিশেষ করে বাইকের সিটে যখন ছোট শিশু থাকবে তখন হেলমেটের ব্যবহার অপরিহার্য। আপনার শিশুর নিরাপত্তার স্বার্থে আজ আমরা বাচ্চাদের জন্য সেরা ৫টি বাইক হেলমেটের তালিকা প্রকাশ করছি। জনপ্রিয় কিছু নিরাপদ মান-সম্মত হেলমেটের তালিকাঃ

সূচীপত্র

Giro Scamp Helmet

a small boy smiling while wearing the giro scamp helmet

বাচ্চাদের জন্য নিরাপদ একটি হেলমেট। এর সাথে রয়েছে MIPS Technology দেখতে সাধারণ হলেও হেলমেট নিরাপত্তা দিবে পুরোদমে।

Woom KIDS Helmet

a small boy smiling while wearing the woom kids helmet

আপনি কি ফুল কভারেজ এবং অসাধারণ ফিটের জন্য হেলমেট সার্চ করছেন? তবে হেলমেট ফিট হওয়ার বিবেচনায় এই সিরিজের হেলমেট বেশ জনপ্রিয়। যে কোন সাইজের মাথায় এই হেলমেট ফিট হয়। ফলে অতিরিক্ত ঝাকি লাগলেও মাথায় সেট হয়ে থাকবে।

Giro Hale MIPS Helmet

a small boy smiling while wearing giro hale mips bike helmet

আপনার বাচ্চার মাথা যদি খুব দ্রুত ঘেমে যায় তবে আপনি বেছে নিতে পারেন এই হেলমেটটিকে। এতে রয়েছে ২২টি ছিদ্র। আর এর ওজন ২৪৭ গ্রাম মাত্র। তাই মাথা ঘামলেও দ্রুত শুকিয়ে যাবে।

Giro Fixture II Youth MIPS Helmet

a small boy smiling while wearing the giro fixture II youth mips helmet

একের ভিতর দশ খুঁজে বেড়াচ্ছেন? তবে আপনার পছন্দের তালিকায় রাখুন এই হেলমেটটি। ওজনে হালকা। ভালো ভেন্টিলেশন সিস্টেম, সহজেই এডভাজাস্ট করা যায় এবং মাথা থেকে সহজে নড়ে না। এছাড়াও হেলমেটের ভেতরে প্যাড ব্যবহার করা হয়ে যা মাথা ঘামা থেকে রক্ষা করে।

Nutcase Little Nutty Helmet

a-small-boy-smiling-while wearing the nutcase little nutty helmet

বাজারের বেশিরভাগ হেলমেট বাইকের কথা ভেবে বানানো হয়েছে। তবে এই হেলমেটটি বানানো হয়েছে বাইকিং, স্কেটিং, স্কুটার চালানোর মতো সব ধরনের ব্যবহারের জন্য। এই একটি হেলমেট দিয়ে আপনার বাচ্চা সব ধরনের স্পোর্টে অংশগ্রহণ করতে পারবে।

শেষকথা

শখের মোটরসাইকেলের সকল তথ্য অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করতে পারেন বাইকগার্ড জিপিএস ট্র্যাকার। ফিচার হিসাবে পাচ্ছেন ইঞ্জিন লক/আনলক করার সুবিধা, লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিং, এবং ট্রাভেল হিস্টোরি চেক করা সহ আরও অনেক সুবিধা বিস্তারিত জানতে দেখুন বাইকগার্ড প্যাকেজ সমূহ অথবা চাইলে আমাদের এক্সপার্ট টিমের সহযোগিতা পেতে নিচের ফরমটি জমা দিতে পারেন।

    মোটরসাইকেল সুরক্ষায় বাইকগার্ড সম্পর্কে জানতে




    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *