প্রতিনিয়ত ব্যবহারের ফলে অনেক সময় বাইকের পারফর্মেন্স খারাপ হয়ে যায়। তাই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। আপনি কি জানেন আপনার গাড়ির ইঞ্জিন বর্তমানে কি অবস্থায় আছে? এটি বোঝার কিন্তু বেশ কিছু উপায় আছে। আজকের ব্লগে আমরা আলোচনা করবো কোন ৫টি লক্ষণ দেখে বুঝবেন মোটর বাইকের ইঞ্জিন ভালো নেই।
সূচীপত্র
১। ইঞ্জিন অয়েল কমে যাওয়া
আপনি যখন বাইক নিয়ে পাহাড়ে বা উঁচু নিচু রাস্তায় ঘুরতে যাবেন, তখন কিছু সময়ের পর বাইকের ইঞ্জিন অয়েল কমে যায়। কিন্তু যদি এই বিষয়টি বার বার ঘটতে থাকে, অর্থাৎ নিয়মিত বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় তবে এটি ভাবনার বিষয়। ইঞ্জিন অয়েল খারাপ হলেও বাইকের ইঞ্জিন অয়েলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ইঞ্জিন অয়েলের এমন সমস্যা দেখা দিলে দ্রুত বাইকটি চেক করাতে সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
২। মোটরসাইকেলের গতি হঠাৎ কমে যাওয়া
আপনার বাইক যতই দামি হোক না কেন একটি বিষয় লক্ষ্য রাখবে, বাইকের ইঞ্জিন এফারগ্রীন না। সময়ের সাথে ইঞ্জিন ও পুরাতন হয়। আপনার বাইকে শব্দ হওয়া, অতিরিক্ত কালো ধোঁয়া সহ নানা সমস্যা হতে পারে। আবার দেখা যেতে পারে বাইক থেকে ভাইব্রেশন আসছে এমটা হলে আপনার বাইকের ইঞ্জিন চেক করাতে হবে।
৩। বাইকে অস্বাভাবিক শব্দ হওয়া
সাধারণভাবে বাইক থেকে ভিন্ন ধরনের শব্দ আসতেই পারে, তবে কিছু শব্দ আছে যেগুলো যা আসলে আপনার বুঝতে হবে আপনার বাইকের ইঞ্জিন ভালো নেই। আপনার বাইকের ইঞ্জিন থেকে যদি বাজে কোন শব্দ আসে, যা নতুনভাবে আসার কথা না, এমন হলে দ্রুত অভিজ্ঞ কারোও পরামর্শ নিন। বেশি দেরি হওয়ার আগে বাইকের এসব বিষয় নিয়ে খেয়াল রাখুন।
৪। মাইলেজ কমে যাওয়া
প্রিয় বাইকের মাইলেজ খুব ভালোই চলছে কিন্তু মাইলেজ স্বাভাবিক হওয়ার কথা ৩০ কিন্তু তা আসলো ১০ থেকে ১৫ তাহলে বিষয়টি স্বাভাবিক না। আপনার বাইকের ইঞ্জিন খারাপ হলে মাইলেজ ধীরে ধীরে কমে যাবে। দ্রুত বাইকটিকে সার্ভিসিং সেন্টারে দেখিয়ে আসুন।
৫। কালো ধোয়া বের হওয়া
বাইকে সাধারণত ইঞ্জিন অয়েল ভালো নাহলে কালো ধোয়া বের হয়, কিন্তু এটি ছাড়াও বাইকের অন্য সমস্যার কারনেও কালো ধোয়া আসতে পারে। আপনার বাইকের বাইকের যদি প্রতিনিয়ত এমন কালো ধোয়া আসে তবে এটি ভালো দিক নয়। এই ধোয়া বাইকের পারফরমেন্সের উপর বাজে ধরনের প্রভাব ফেলে। ইঞ্জিন থেকে এমন কালো ধোয়া বের হওয়া মাত্র বাইকের প্রতি বিশেষ খেয়াল রাখুন। প্রয়োজনে তেল কিংবা ফুয়েল বদলে দেখতে পারেন।
শেষকথা
শখের দুই চাকার অবহেলা কেউই করতে চাইবে না। আমাদের লাইফে বাইক একটি বড় অংশ জুড়ে আছে। ভালো বাইকের ভালো ইঞ্জিনের বাইকারদের পছন্দের তালিকায় সব সময় থাকে। তাই শখের বাইকের ইঞ্জিনের অবস্থা চেক করতে উপরের বিষয়গুলো দেখে আসতে পারেন যে কোন সময়ে। মোটরসাইকেল সম্পর্কে আরও টিপস অ্যান্ড ট্রিকস জানতে এই পোস্টগুলো দেখতে পারেন।
শখের মোটরসাইকেলের সকল তথ্য অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করতে পারেন বাইকগার্ড জিপিএস ট্র্যাকার। ফিচার হিসাবে পাচ্ছেন ইঞ্জিন লক/আনলক করার সুবিধা, লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিং, এবং ট্রাভেল হিস্টোরি চেক করা সহ আরও অনেক সুবিধা বিস্তারিত জানতে দেখুন বাইকগার্ড প্যাকেজ সমূহ অথবা চাইলে আমাদের এক্সপার্ট টিমের সহযোগিতা পেতে নিচের ফরমটি জমা দিতে পারেন।