মোটর সাইকেল নিয়ে মানুষের জানার শেষ নেই। কিন্তু আমরা কি জানি আসলেই মোটরসাইকেলের শুরুটা কিভাবে হয়েছিল? সময়টা ছিল ১৮৯৪ এর দিকে, ‘হাইডের্ব্যান্ড এন্ড উলফমুলার’ নামের প্রথম পেট্রোল চালিত বাণিজ্যিক মোটর সাইকেল বাজারে চালু হয়। তবে চালু হওয়ার সাথে অনেকগুলো মানুষের নামও জড়িত স্মরণ রাখবে মানুষ চিরকাল।
বাষ্প বিজ্ঞানী হেনরিক আর হাইডের্ব্যান্ড প্রকৌশলী উলফমুলার এর প্রেরণায় কাজ শুরু করে সাইকেল নিয়ে। অবেশেষে জার্মানির মিউনিখে উদ্ভাবিত হয় পেট্রোল চালিত প্রথম মোটর সাইকেল। ১৮৯৪ সালের ২০ জানুয়ারি তাদের দুই সিলিন্ডার এর চার-স্ট্রোক ইঞ্জিনের মোটর সাইকেলটির পেটেন্ট অনুমোদন দেওয়া হয়। এই সময় তাদের মোটর সাইকেলটির ওজন ছিল প্রায় ৫০ কেজি এবং গতিবেগ ছিল ৪৫ কি.মি. প্রতি ঘণ্টা। কিন্তু তাদের এই মোটরসাইকেল ১৯১৯ সালে বন্ধ হয়ে যায়। কিন্তু এর মাঝেই তাঁরা প্রায় দুই হাজার সাইকেল বাজারে বিক্রয় করে।
কিন্তু মোটরসাইকেলের তুমুল জনপ্রিয়তা বৃদ্ধি পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। মার্কিন সাইকেল উৎপাদন কোম্পানি হার্লেডেভিডসন তাদের উৎপাদনের ৫০% সাইকেল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের সরবরাহ করে। ফলে মোটরসাইকেল চাহিদা বৃহৎ আকারে বেড়ে যায়। এভাবেই মোটরসাইকেল ছোট ছোট পা নিয়ে আজকের দিনে এগিয়ে আসে।
শখের মোটরসাইকেলের সকল তথ্য অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করতে পারেন বাইকগার্ড জিপিএস ট্র্যাকার। ফিচার হিসাবে পাচ্ছেন ইঞ্জিন লক/আনলক করার সুবিধা, লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিং, এবং ট্রাভেল হিস্টোরি চেক করা সহ আরও অনেক সুবিধা বিস্তারিত জানতে দেখুন বাইকগার্ড প্যাকেজ সমূহ অথবা চাইলে আমাদের এক্সপার্ট টিমের সহযোগিতা পেতে নিচের ফরমটি জমা দিতে পারেন।