বাইক চালকদের জন্য রয়েছে বিশেষ সুখবর। বাংলাদেশের রাস্তায় জুলাই মাসে আসছে রয়্যাল এনফিল্ড বাইক। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে ইফাদ মোটরস। তাঁরা জানায় মে মাসের মধ্যে বাংলাদেশে ব্র্যান্ডটি চালু করা হবে।
রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসি মোটরসাইকেল বাংলাদেশে কবে আসবে?
ইতিমধ্যে তাঁরা জানিয়েছে আসন্ন জুলাই মাসের প্রতিষ্ঠানটি ৪টি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড মডেল বাইক সেল করা শুরু করবে। বর্তমানে ইফাদ মোটরস দেশজুড়ে ডিলার অনুসন্ধান করছে।
রয়্যাল এনফিল্ড বাইকের কোন মডেল গুলো পাওয়া যাবে?
রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসি বাইকের সম্পর্কে বলতে গিয়ে ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, আমরা স্থানীয়ভাবে চারটি মডেল বানানোর প্রস্তুতি নিচ্ছি। এদের মধ্যে আছে ক্লাসিক, বুলেট,হান্টার, এবং মিটিওর। দাম সম্পর্ক তিনি বলেন এদের দাম করের হারের উপর নির্ভর করবে। তবে ইফাদ মোটরস দাম কম রাখার চেষ্টা করবে। বিক্রয় শুরুর পূর্বেই তিনি দামের ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলেননি।
বাংলাদেশেই তৈরি হচ্ছে আইকনিক রয়েল এনফিল্ড
বর্তমানে ইফাদ মোটরসের বাইক তৈরীর যে কারখানা রয়েছে তাতে বছরে প্রায় ৪০ হাজার মোটরসাইকেল তৈরী করা সম্ভব। বিগত কয়েক দশকের মাঝে রয়েল এন্ড ফিল্ড সবচেয়ে পুরাতন টু-হুইলার হিসেবে পরিচিত হয়ে আসছে। বাজারে তাদের বাইক বরাবই সুপরিচিত। ২০২৩ সালের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদন দেওয়া হয় আমাদের দেশে।
নোটঃ ৩৫০ সিসির যেসব মোটরসাইকেল বাংলাদেশে আসতে পারে তা জানতে এই ব্লগ পোস্টটি পড়ুন।
দেশের বাজারে বাজাজ মোটরসাইকেল প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতিমধ্যেই ২৫০ সিসি মডেলের বাইক ছেড়েছে। কিন্তু এইসব বাইকের দাম এবং ফিচারস আমাদের আয়ত্তে রাখতে বাইকগুলো আমাদের স্থানীয়ভাবে বানাতে হবে। তাহলে হয়তো এই শ্রেনীর বাইকগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে।